ভাষার গল্প

শোন হে, নতুন প্রজন্ম
তোমাদের কাছে করি আজ
মানুষ নামে কিছু
নরপশুর গল্প।

বাহান্নতে শুরু হয়
ভাষা আন্দোলন;
দামাল ছেলেরা অংশ নিয়ে
প্রাণ দেয় বিসর্জন।

আনাচে-কানাচে স্লোগান হয়
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
নরপশুরা গুলি চালায়
স্লোগানের সেই মিছিলে তাই।

উর্দু হবে রাষ্ট্র ভাষা
শর্ত দেয় নরপশুরা
মানেনি সেটা রফিক,শফিক,
জব্বার আর বরকতেরা।

বুকের তাজা রক্ত দিয়ে
শর্ত তারা ক্ষান্ত করে
মায়ের মুখের বাংলা ভাষা
ছিনিয়ে আনে যুদ্ধ করে।