স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ১০০ কোটি (২১ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড।

সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্টের একটি সূত্র।

এই মাইলফলকের কথা স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, ‘রেমিট্যান্স-প্রবাহ বেড়ে যাওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়েছে। অন্যদিকে আমদানি ব্যয় কমে গেছে। আবার রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে রেকর্ড তৈরি হয়েছে।’

ব্যাংকের এই বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, ‘মূলত রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভে রেকর্ড গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে পৌঁছায়।

(ওএস/এস/জুন ১৬, ২০১৪)