কক্সবাজার প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলা থেকে অপহৃত নাইম ইসলাম (১১) নামের এক শিশুকে ৩ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৭) এর একটি দল এ শিশুকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া শিশু নাইম ইসলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলার গৌরিবান্দা এলাকার নুরে আলমের পুত্র।

বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল আলম জানিয়েছেন, বিকাল ৪ টার দিকে বিজিবি’র একটি টহল দলের কাছে ছুটে এসে একটি শিশু আশ্রয় চায়। ওই শিশু তাদের জানান সে ৩ দিন আগে অপহৃত হয়। তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। ওখান থেকে কৌশলে পালিয়ে আসার সময় অপহরণকারীরা তাকে ধাওয়া করছে।

তিনি জানান, ওই শিশুর কাছ থেকে পাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে শিশুর পিতার সাথে তারা আলাপ করেছেন। শিশুর পিতা জানিয়েছেন ৩ দিন আগে তার পুত্রকে অপহরণ করে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। পিতা টাকা দেয়ার সময় চেয়েছে অপহরণকারীদের কাছ থেকে। এর মধ্যে শিশুটি উদ্ধার হয়। উদ্ধার হওয়া শিশু কক্সবাজার সদর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, শিশুটি অজ্ঞান করে একটি মাইক্রোবাস যোগে অপহরণ করা হয় বলে শিশুটি জানিয়েছে। শিশুটির দেয়া তথ্য মতে তাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল ওই বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।