মোস্তাফিজ নোমান, ত্রিশাল : প্রখ্যাত নাট্যকার প্রয়াত সেলিম আল দ্বীনের বিখ্যাত কথানাট্য ‘হরগজ’ জাতীয় কবি কাজী নজরূর ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স ষ্টাডিজের প্রযোজনায় ক্যাম্পাসে মঞ্চস্থ হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চ মাঠে নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম।

এ সময় অন্যান্যধের মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স ষ্টাডিজ বিভাগের প্রধান ইসমত আরা ভুইয়া ইলা, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান তুহিনুর রহমান, ত্রিশালের প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

নাট্যকলা বিভাগের শিক্ষক রুহুল আমীনের নির্দেশনায় হরগজ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন থিয়ৈটার এন্ড পারফরমেন্স ষ্টাডিজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

নাটকটির নিদের্শক রুহুল আমীন বলেন সেলিম আল দ্বীন নাট্য জগতের এক উজ্জল নক্ষত্র। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারফরমেন্সের জন্য এ নাটকটি মঞ্চায়িত করি। হরগজ একটি বিখ্যাত কথানাট্য হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ে খোলা মাঠে দর্শকদের নিয়ে এ নাটকটি উপস্থাপন করি। শিক্ষার্থীদের ভাল অভিনয়ের কারণে নাটকের প্রতিটা চরিত্র দর্শকদের ব্যাপক সাড়া জাগিয়েছে।

(এমএন/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)