স্টাফ রিপোর্টার : মার্স ভাইরাস প্রতিরোধে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানানো হয়েছে জাতীয় সংসদে।

সম্প্রতি দেশে মার্স ভাইরাস রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মর্মে পত্রিকায় প্রকাশিত খবর উদ্ধৃত করে সোমবার সংসদে এ দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে রুস্তম ফরাজী এ দাবি জানান।

তিনি বলেন, সম্প্রতি কিছু লোকের শরীরে মার্স ভাইরাস দেখা দিচ্ছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। দ্রুত এই ভাইরাস প্রতিরোধে সঠিক ব্যবস্থা না নিলে সারা দেশে ছড়িয়ে পড়বে।

এই সংসদ সদস্য বলেন, প্রবাসীদের শরীর থেকে এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। তাই বর্তমানে মার্স ভাইরাস একটি ভাইটাল ইস্যু। এটি একটি মারাত্মক ছোঁয়াছে রোগ।

স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমাদের বিমানবন্দরসহ সকল ইমিগ্রেশন পয়েন্টগুলো স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেয়া দরকার। তা না হলে এই ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

এজন্য বিদেশ থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন রুস্তম ফরাজী।

(ওএস/এস/জুন ১৬, ২০১৪)