বাগেরহাট প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের নালিয়ন স্টেশনের কালাবগি থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবনের কালাবগি এলাকা থেকে ওই হরিণের চামড়াটি উদ্ধার করে।

মংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের অপরেশন অফিসার এম ফরিদুজ্জামান খান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের একটি টিম সুন্দরবনে অভিযান পরিচালনা করছিলো। এঅবস্থায় সুন্দরবনের কালাবগি এলাকায় হরিণের চামড়া পাচারকারী একটি চক্র সংঘবন্ধ হয়েছে এমন খবর নিশ্চিত হয়ে কোস্টগার্ড সেখানে অভিযানে নামে।

এসময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করে কোস্টগার্ড। তিনি জানান,উদ্ধারকৃত হরিনের চামড়াটি সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
(একে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)