মৌলভীবাজার প্রতিনিধি : এই প্রথম পর্যটন জেলা শহর মৌলভীবাজারে হতে যাচ্ছে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব ২০১৭। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্টিত হবে। মৌলভীবাজার বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব উদযাপন কমিটি এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে ।

উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব নাট্য ব্যক্তিত্ব আসম সালেহ সুহেল মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা এই প্রথম বারের মতো জেলা শহরে এই উৎসবের আয়োজন করতে যাচ্ছি, সকলের সহযোগিতা কামনা করে তিনি এ উৎসবে সকল সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

তিনি আরো বলেন, ঘুড়ি উৎসব আমাদের বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের প্রাচীনতম ঐতিহ্যকে ধারণ করে আমাদের সমাজ জীবনে মিশে আছে ঐতিহ্যের পথ ধরে। এখন থেকে মৌলভীবাজারে প্রতি বছরই ঘুড়ি উৎসব নিয়মিত ভাবে অনুষ্টিত হবে। তিনি এ উৎসবে যারা ঘুড়ি উড়াতে আগ্রহী তাদেরকে ঘুড়িসহ উপস্থিত হতে আহবান জানান।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)