আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী বা জঙ্গি হামলা প্রতিরোধে এবার বুলেটপ্রুফ কাঁচে ঢেকে দেয়া হবে ফ্রান্সের বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ারকে। ২ দশমিক ৫ মিটার উঁচু কাঁচের প্রাচীর টাওয়ারের বেস রক্ষা করবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কাঁচ দিয়ে আইফেল টাওয়ার ঢেকে দিতে প্রায় ২০ মিলিয়ন ডলার খরচ হবে। এ বছরের শেষের দিকেই উত্তর এবং দক্ষিণ দিকের কাঁচের প্রাচীর নির্মাণ করা হবে।

বিশ্বের অন্যতম আইকনিক এই স্থাপনার নিরাপত্তায় এরই মধ্যে বসানো হয়েছে ধাতব সুরক্ষা প্রাচীর। গত বছর অনুষ্ঠিত ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসর ইউরোকাপ উপলক্ষে অস্থায়ীভাবে এটি স্থাপন করা হয়েছিল।

তবে টাওয়ারকে পুরোপুরি স্থায়ীভাবে সুরক্ষিত করতেই কাঁচ দিয়ে এর গোড়ার দিকটি ঘিরে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

শহরের ডেপুটি মেয়র জিন ফ্রানছয়েস মার্টিন্স এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্যারিসে উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। আইফেল টাওয়ারসহ বেশ কিছু স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৭)