আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের কুলগাম জেলায় রবিবার সকালে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির সময় নিহত হয়েছেন সাতজন।

নিহতদের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য রয়েছেন। এ ছাড়া একজন বেসামরিক লোক ও হিজবুল মুজাহিদিনের চার সন্ত্রাসী নিহত হয়েছেন।

সেনাবাহিনী পুলিশের কাছ থেকে তথ্য পায় কুলগাম গ্রামে একটি বাড়িতে সন্ত্রাসীদের একটি দল লুকিয়ে আছে। এই তথ্যের ভিত্তিতে তারা গ্রামটি ঘিরে ফেলে অভিযান শুরু করে। শ্রীনগর থেকে গ্রামটি ৬০ কিলোমিটার দূরে।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন জানিয়েছে, অভিযান এখনো চলছে। বাড়িতে সেনা-পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের একটি ইউনিট ওই গ্রামের সব বাড়িতে তল্লাশি চালাচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করেন হিজবুল মুজাহিদিনের সদস্যরা। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার মুজাহিদিন সদস্য নিহত হন। তবে ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেছে। তাদের ধরতে এখনো অভিযান চলছে।

গোলাগুলির সময় সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের শ্রীনগরে সেনাঘাঁটিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৭)