বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা পরিষদের উদ্যেগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি।

বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মোহন আলী বিশ্বাস, ইব্রাহিম মোল্লা, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, মোঃ মাহিন আকন প্রমুখ।

বাগেরহাট জেলার ৯টি উপজেলার গরীব ও মেধাবী এসএসসি ও এইচএসসি পর্যায়ের ২শ ৩৮ জন শিক্ষার্থীর মাঝে সাড়ে ৫ লাখ টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)