স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকায় সকাল পৌনে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব (৩০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত সজীব ইসলামবাগের আলীর ঘাট চকবাজারে বসবাস করতেন।

জানা যায়, সকালে সজীব ইসলামবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/জেএ/জুন ১৭, ২০১৪)