স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরে ২০১২ সালের ডিসেম্বরে গাড়িতে আগুন দিয়ে পুলিশ হত্যা মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপি নেতা আবদুস সালাম।

মঙ্গলবার সকালে মহানগর হাকিম তসরুজ্জামান এ জামিন দেন।

আইনজীবী জয়নাল আবদীন মেজবাহ জানান, আদালতে জামিনের আবেদন করলে, আদালত তা মঞ্জুর করে এ আদেশ দেন।

(ওএস/জেএ/জুন ১৭, ২০১৪)