স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের অন্যতম আসামি নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি ।

তিনি বলেন, নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে আমরা ভারতকে চিঠি পাঠিয়েছি, এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। তাদের জবাবের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব।

মঙ্গলবার হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তিনি আরো বলেন, ভারতে কোন মামলায়, কোন ধারায় নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে তা আমরা এখনো জানি না। তবে সব বিষয় স্পষ্টভাবে জানাতে ভারতকে আমরা অনুরোধ করেছি।

(ওএস/জেএ/জুন ১৭, ২০১৪)