স্টাফ রিপোর্টার : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অসুস্থতা বোধ করায় মঙ্গলবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

এদিকে তার অসুস্থতার কথা শুনে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হোটেল সোনারগাঁয়ে দেখা করতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুম সেনেরর সৌজন্যে এফবিসিসিআই’র ডিনার ছিলো। সোমবার রাত থেকে তিনি অসুস্থ বোধ করছেন। তবে তার অসুস্থতা গুরুতর কিছু না।

দুপুরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে শাহরিয়ার আলম জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ সফরে দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে।

ইতোমধ্যে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

(ওএস/জেএ/জুন ১৭, ২০১৪)