আন্তর্জাতিক ডেস্ক : সোমবার বিকালে দেশটির ন্যাশনাল এ্যাসেমব্লিতে বক্তব্য দেন নওয়াজ শরীফ। তিনি বলেন, সন্ত্রাস দমন না হওয়া পর্যন্ত সেনা অভিযান চলবে ।

তিনি আরো বলেন, সরকার তালেবানদের সাথে আলোচনায় প্রস্তুত ছিল। কিন্তু করাচি বিমান বন্দরে হামলা সে পথ রুদ্ধ করে দিয়েছে। তাই তাদের সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনী অভিযান অব্যাহত রাখা হবে।

এদিকে ন্যাশনাল এ্যাসেমব্লির বিরোধীদলীয় নেতা পাকিস্তান পিপলস পার্টির সৈয়দ খুরশিদ শাহ সরকারকে সন্ত্রাস দমনের এই অভিযানকে সফলতা কামনা করেছেন। তিনি বলেন, একজন সন্ত্রাসী ও শত্রু বেঁচে থাকা পর্যন্ত অভিযান অব্যাহত রাখা উচিত।

অন্যদিকে সেনা অভিযানের মধ্যেই সোমবার বিদেশি নাগরিক ও কোম্পানিদের পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দিয়েছে তেহরিক-ই তালেবান (টিটিপি) জঙ্গিরা। এবার তারা দেশটির বিমান কর্তৃপক্ষকে হুমকি দিল ।

প্রসঙ্গত, করাচি বিমানবন্দরে টিটিপি জঙ্গিদের হামলার কারণে সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে। এতে জঙ্গিদের কয়েক শীর্ষ নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। সূত্র: দি ডন

(ওএস/জেএ/জুন ১৭, ২০১৪)