পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র (বাকশিস) পীরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এক সাংগঠনিক মতবিনিময় সভায় ওই কমিটি গঠিত হয়েছে। এতে শাহ আব্দুর রউফ কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বাকশিস সম্পাদক আলহাজ্ব মোমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মকবুলার রহমান, অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, দবির হোসেন, সাদেকুল ইসলাম, প্রভাষক আবু হায়াত মোসাদ্দেক লাবু, হাইফুজ্জামান, আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, আমাদের দাবি-দাওয়া কমিয়ে এখন এক দফা দাবি আদায়ে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আন্দোলনে নামতে হবে। এ জন্য সঠিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। সভায় অধ্যক্ষ দবির হোসেনকে সভাপতি ও প্রভাষক বজলুর রশিদ কে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাকশিস কমিটি গঠিত হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি ওই কমিটির নেতৃবৃন্দ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট এ জাতীয় সমাবেশ করবে বলে জানা গেছে।

(জিকেবি/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)