নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, একমাত্র বঙ্গবন্ধুই এদেশে ইসলামের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু ইসলাম প্রতিষ্ঠার জন্য তাঁর সাড়ে তিন বছরের শাসনামলে একটি যুদ্ধ বিব্ধস্ত দেশেও মাদ্রাসা বোর্ড গঠন, ইসলাম নিয়ে গবেষণার জন্য এবং অন্যান্য ইসলামের কার্যক্রম পরিচালনার জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন, মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব এজতেমার জন্য টঙ্গীতে তুরাগ নদীর তীরে জায়গা নির্ধারণ করে গেছেন।

যারা ইসলামের লেবাস পরে ইসলামকে বিক্রি করে, যারা ইসলামের দোহায় দিয়ে রাজনীতি করে, তারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু করেননি। বরং তারা ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে। বঙ্গবন্ধু কন্যা, বিশ্বনেত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের শক্তহাতে দমন করতে সক্ষম হয়েছেন। বুধবার সকাল ১০টায় নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলাধীন শিক্ষক মন্ডলীর সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান কবিরের সভাপতি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষককে (প্রতিজন) ৮ হাজার ২শ’ টাকা এবং কর্মচারীদের ৭ হাজার ২শ’ টাকা করে অনুদান প্রদান করা হয়। সেই সঙ্গে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ ছাত্রীদের হাতে প্রধান অতিথি সনদ তুলে দেন। এবারে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে চন্দননগর কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে বরেন্দ্র আলিম মাদ্রাসা, শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয় নির্বাচিত হয়েছে নিয়ামতপুর বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয় প্রধান হয়েছেন নিয়ামতপুর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ ঝর্না খাতুন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)