আন্তর্জাতিক ডেস্ক : সিনেমার দৃশ্যকেও হার মানবে বই চুরির এই গল্পকে। দেয়াল বেয়ে উঠে ছাদের ৪০ফিট ভেঙ্গে দড়ি বেয়ে নেমে পশ্চিম লন্ডনের একটি গুদাম থেকে চুরি হয়ে গেল প্রায় তিন লক্ষ্য পাউন্ডের দুষ্প্রাপ্য কিছু বই।

যার মধ্যে ছিল নিউটন, ষোড়শ শতকের বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাসের বই। ছিল গ্যালিলিও ও ইতালির কবি দান্তের ‘দ্যা ডিভাইন কমেডির’ বেশ কয়েকটি মূল্যবান বই।

তবে স্কটল্যাল্ড ইয়ার্ডের অনুমান চুরি হয়েছে ২৯ বা ৩০শে জানুয়ারির রাতে। এই সকল মহা মূল্যবান বইয়ের প্রদর্শনী হত ক্যালিফোর্নিয়ার ৫০তম আন্তর্জাতিক দুষ্প্রাপ্য বই মেলায়।

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)