টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ করার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। টাঙ্গাইলে জমাট বাধা ইউরিয়া সার ব্যবহার করে চাষীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও চাষীরা এই ব্যবহার করছেন না। এতে করে ব্যবসায়ীরাও সার নিয়ে বিপাকে পড়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফার্টিলাইজার এসোসিয়শন টাঙ্গাইল জেলা ইউনিটের এক মতবিনিময় সভায় শেষে জেলা প্রশাসক বরাবর এই স্বারকলিপি প্রদান করা হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এই স্বারকলিপি গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসিম, বিএফএ টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি কাজী সামছুল হক রহম ও সাধারণ সম্পাদক এম এ মালেক ভুইয়া।

স্বারকলিপিতে জানানো হয়, বাফার গুদাম থেকে আমদানীকৃত জমাট বাধা ইউরিয়া সার ব্যবহার করতে আগ্রহী নয় কৃষকগণ। কৃষকের আগ্রহ না থাকার কারণে অনেক ডিলারের গুদামে সার অবিক্রিত রয়ে গেছে। এছাড়া পাকশী/বাঘাবাড়ি থেকে সার পরিবহন এবং উত্তোলন অত্যান্ত ব্যয়-বহুল হওয়ায় ডিলারগণ প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে করে এই ইরি-বোরো মৌসুমে সার সংকট ও ফলন কম হওয়ার আশংকা রয়েছে। তাই পাকশী/বাঘাবাড়ির পরিবর্তে যমুনা সার কারখানা থেকে সার সরবরাহের জন্য অনুরোধ করেছেন টাঙ্গাইলের সার ব্যবসায়ীরা।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)