নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর ওপর নব-নির্মিত ঢালাই সেতুর পূর্ব প্রান্তে সংযোগ সড়ক প্রশসস্তকরণ ও ফুটপাত নির্মাণের দাবিতে বৃহস্পতিবার স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী-অভিভাবক ও সচেতন জনসাধারণের ব্যানারে উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ওই স্থানে সমাজসেবক অনুকুল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় ওইসব দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, সাবেক চেয়ারম্যান মান্নান চৌধুরী দুলাল, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ওবায়দুল হক বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান প্রামাণিক, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, শিক্ষক আইনুল ইসলাম, মহিউদ্দিন, রঞ্জন চক্রবর্তী, তৌফিকুল ইসলাম, স্থানীয় দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক বাবু প্রমুখ। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বলেন, স্থানীয় জনসাধারনের সুবিধার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)