নিউজ ডেস্ক : স্মার্ট ফোনের স্কিনে ব্যবহার করা হবে হীরের প্রলেপ। ইতোমধ্যে ‘অখান সেমিকন্ডাক্টর’ নামে এক প্রতিষ্ঠান কাজ করা শুরু করেছে। এমনিতেই স্মার্ট ফেনে বিভিন্ন ধরনের ফিচার অ্যাপ ব্যবহার করা হয় যাতে ভোক্তারা আরো বেশি সুবিধা পায়।

একটা ভালো মানের স্মার্ট ফোন কিনতে অনেক টাকার প্রয়োজন হয়। তাছাড়া স্মার্ট ফোন ব্যবহারেরও একটা নিয়ম আছে, অনেক যত্ন সহকারে ব্যবহার করতে হয়। একটু খামখেয়ালি হলে, ফোন হাত থেকে পড়ে গিয়ে ডিস্পেলে নষ্ট হয়ে যেতে পারে। আবার সেটার জন্যও লাগে ভালো পরিমান টাকা। এখন অত্যাধনিক যুগ চলে এসেছে, গোরিলা ডিস্পেলে ব্যবহার করা হচ্ছে। তারপরও যদি স্মার্ট ফোনে হীরার প্রলেপ ব্যবহার করা হয়, তাহলে সেটি দেখতে আরো সুন্দর লাগবে। ফোনের ডিস্পেলে আরো শক্তিশালী হবে, তার সাথে ডিস্পেলের রেজুলেশনও বাড়বে। ওই স্ক্রিনের নাম ‘মিরেজ ডায়মন্ড গ্লাস’। এই গ্লাস দিয়ে স্মার্টফোন তৈরি করার জন্য বেশ কয়েকটি স্মার্টফোন প্রস্ততকারী সংস্থার সঙ্গেও কথাবার্তা চলছে। গোরিলা গ্লাস বা রেগুলার কাঁচের ওপর হিরে ব্যবহারের ফলে স্মার্টফোন ৬ থেকে ১০ গুণ বেশি শক্তিশালী হবে। এতে ফোন না ভাঙার পাশপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে।

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)