স্পোর্টস ডেস্ক : কাঁধের অস্ত্রোপাচারের পর নিউজিল্যান্ড সফর দিয়ে আবারও মাঠে ফেরেন মোস্তাফিজ রহমান। কিন্তু আবার বাইরে চলে যান এই বিষ্ময় বোলার। ভারত সফরে ছিলেন না দলে। তবে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পারফরম্যান্সে মোস্তাফিজকে শ্রীলঙ্কা সফরের তিন সংস্করণেই দলে রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সার্জারির পর এখনও কোন টেস্ট ম্যাচ খেলা হয়নি তার। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলা হলেও, সাদা পোশাকে আর দেখা যায়নি ২১ বছর বয়সী এই তারকার। অবশ্য মাত্র দুই টেস্ট খেলা মোস্তাফিজ এমনিতেই টেস্ট দলে নিয়মিত মুখ না। ফিটনেস সমস্যা তার সাথে চোট দুটিই তাকে বেশ ভূগিয়েছে। সামনে শ্রীলঙ্কা সফর আর এই সফরে তাকে সব ফরমেটে দেখা যেতে পারে। শ্রীলঙ্কা সফরের আগে প্রথম শ্রেনীর ম্যাচে ৪৮ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট।

বিসিবির পরিচালক ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, মোস্তাফিজ আমাদের দেশের সম্পদ। কিছূদিন আগেই বড় ইনজুরি থেকে ফিরে এসেছে। আমরা তাকে এমনভাবে ব্যবহার করতে চায় যাতে তার ক্যারিয়ারে কোন সমস্যা না হয়।

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)