স্টাফ রির্পোটার : রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলিভিয়ার সান্তাক্রুজে ‘জি-৭৭ এর স্মারক শীর্ষ সম্মেলন ও চীন’ শীর্ষক কর্মসূচিতে যোগদানের পর নিউইয়র্ক পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৩৯ মিনিটে জন এফ কেনেডি এয়ারপোর্টে পৌঁছান তিনি।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলিভিয়া থেকে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

এর আগে সোমবার ভোরে রাষ্ট্রপতি হামিদ সান্তাক্রুজের ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন এবং ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। নিউইয়র্কে কিশোরগঞ্জ সমিতিও আগামীকাল বুধবার রাষ্ট্রপতি হামিদকে সংবর্ধনা জানাবে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ২১ জুন নিউইয়র্ক ত্যাগ করে ২২ জুন সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

(ওএস/এএস/জুন ১৭, ২০১৪)