স্পোর্টস ডেস্ক : ফুটবলে কোচ ছাটাই কোন বড় ঘটনা না। আর্সেন ওয়েঙ্গারের উপর খুব চটে আছে আর্সেনালের সমার্থকরা। তবে এবার জবাব দিলেন ওয়েঙ্গার নিজেই।

এক সংবাদ সম্মেলনে এই ফরাসি কোচ বললেন, আমি এখন কোচিং ছাড়তে পারব না। আমি আরো ৪-৫ বছর ফুটবলে কোচিং করাবো। তবে এটাও সত্যি, যদি দল আমাকে না রাখতে চায় তাহলে আমি অন্য কোন দলের দায়িত্ব নেব। আমার সময়ে আর্সেনাল ৩টি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। আর আমার দায়িত্ব নিয়ে যারা কথা বলছেন তাদের জন্য আমি বলছি, আমি এই দলের কোচ হবার আগে কি আর্সেনাল ৫টা ইউরোপিয়ান কোন শিরোপা জিতেছিল। না কি আমি চাকরি ছেড়ে দিলে আর্সেনাল অজেয় হয়ে উঠবে। যেখানে সমস্যা আমাদের দলের সেই জায়গায় না তাকিয়ে আমার দিকে তাকিয়ে থেকে লাভ কি!

তবে ব্রিটিশ কিছু সংবাদমাধ্যমে খবর, আর্সেনালের কোচ হতে পারেন রাফায়েল বেনতিজ। কিন্তু আর্সেন ওয়েঙ্গারেরও দল পেতে সমস্যা হবে না। তাছাড়া চিনের নগদ অর্থের হাতছানিতো আছে। আর চিনের ফুটবল লিগের যে কোন একটা বড় ক্লাবও তাকে পেতে চাইবে।

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)