আন্তর্জাতিক ডেস্ক : নিলামে উঠছে হিটলারের অভিশপ্ত টেলিফোন। আশা করা হচ্ছে এটার মূল্য হতে পারে ৩-৪ লক্ষ ডলার।১৯৪৫ সালের বার্লিনের বাঙ্কার থেকে বিট্রিশ ব্রিগেডিয়ার রল্ফ হার্বাট রেইনার এই টেলিফোনটি উদ্ধার করেন। বিশেষজ্ঞদের দাবি এই টেলিফোনের মাধ্যমে হিটলার ইহুদিদের হত্যার নির্দেশ দেন। তাছাড়া তার শ্যালককেও হত্যার নির্দেশ দেওয়া হয় এই টেলিফোনের মাধ্যমে।

লাল রংয়ের এই টেলিফোনের সাথে আছে স্বস্তিক চিহ্ন তাছাড়া হিটলারের নামও খোদাই করে লেখা আছে এই টেলিফেনটিতে। আমেরিকার মেরিল্যান্ড অকশন হাউজ এই বিশেষ টেলিফোনটির নিলামের ব্যবস্থা করেছেন। দাম উঠতে পারে ৩-৪ লক্ষ ডলার বা তারও বেশি। তবে নিলাম শুরু হবে এক লক্ষ ডলার থেকে।

এটাই সেই অভিশপ্ত টেলিফোন যার মাধ্যমে অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্ব যুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতা, গুপ্তহত্যা, অত্যাচারের নির্দেশ দিতেন। টেলিফোনটিকে তিনি সব সময় নিজের কাছে রাখতেন। চলতি সপ্তাহেই নিলাম হবে হিটলারে এই অভিশপ্ত টেলিফোনটি।

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)