নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না এবং আমি মিথ্যা বলি না। আমি যেটা পারি সেটা সরাসরিই বলে দেই পারবো। না পারলেও সেটা সরাসরি বলে দেই এটা পারবো না। অনেকেই জানে আমি একটু রুক্ষ মেজাজের কথা বলি।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমি ডাইরেক্ট ‘না’ করে দেই যা সাধারণত রাজনীতিতে চলে না। একটু রাগ-ডাক দিয়ে কথা বলা অথবা একটু প্রীতি হওয়া এগুলো আমার মাঝে নাই। আমি এসব ভণিতা করতে পারি না।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে (আর্ট কলেজ) বসন্তবরণ ও নবীনবরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আইভী।

তিনি আরও বলেন, আমার মনে হয় যে, তিন তিনটা নির্বাচন করেছি এবং তারা এটাতেই অভ্যস্ত। আমার মানুষ সেটাকেই পছন্দ করে। যেটা সত্য সেটা বলা। মানুষ সত্যকেই পছন্দ করে। আমার এ সমাজের পরিবর্তন চাই, সত্য চাই। বাংলাদেশের মতো দেশকে আমরা উন্নত বিশ্বের কাছে পৌঁছাতে চাই। সেই চিন্তাগুলো আমার মাথায় রেখে আমরা সকলে কাজ করি।

তিনি বলেন, ‘চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্পর্কে মানুষ ভাবে ওরা একটু ব্যতিক্রম হবে। সহজ সরল ও সাধারণ মানুষের কথা বুঝবে। তাই আমাদের মধ্যে সরলতাও থাকবে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদও থাকবে। সব কিছু মিলে শান্ত সুন্দর পরিবেশের মধ্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠার প্রত্যাশা রাখছি।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম বাবুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিটির সদস্য রফিউর রাব্বি, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামসুল আলম আজাদ, শিক্ষার্থী তৌফিকুর রহমান, মোসলিমা আনোয়ার তৃষ্ণা ও মারুফা আহমেদ প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭ )