স্টাফ রিপোর্টার : অর্থ বছরের বাজেট আসলেই ব্যবসায়ীদের জান দুরুদুরু করে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। রোববার রাজধানীর হোটেল পূর্বাণীতে সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত বরেণ্য উদ্যোক্তাদের সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের দেশে এখন এমন এমন শিল্পপতি আছেন, যারা বিশ্বে ওই পণ্যে নম্বর ওয়ান হিসেবে পরিচিতি লাভ করেছেন। তৈরি পোশাক খাতে এ ধরনের শিল্পপতির সংখ্যা অনেক। যাদেরকে আমরা মেগা ইন্ডাস্ট্রিয়াল বলি। আজ যারা আমরা এসব শিল্পে বিনিয়োগ করেছি। কিংবা নতুন নতুন শিল্পে দেশি-বিদেশি অংশিদারিত্বে বিনিয়োগ করার পরিকল্পনা করছি। বাজেট আসলেই আমাদের জান দুরুদুরু করা শুরু করে দেয়। না জানি কি হয়!’

আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘হয় ফিনিস পণ্যের ডিউটি বাড়বে কিংবা সম্পূরক শুল্ক বাড়বে না হয় শিল্পনীতিতে পরিবর্তন আসবে। তাই আমরা যারা শিল্পে বিনিয়োগ করি তারা এবং বিদেশি পার্টনাররা ঘাবড়ে যায়। আমি সরকারের নিকট আবেদন জানািই এসব পরিবর্তনগুলো অন্তত তিন থেকে ৫ বছর পর পর যেন করা হয়।’

এ ধরনের রাষ্ট্রীয় সম্মাননা (সিআইপি) পেলে উদ্যোক্তাদের অনুপ্রেরণা ও কর্মস্পৃহা বহুগুণ বেড়ে যায় উল্লেখ করে সিআইপি হিসেবে নির্বাচিত বরেণ্য উদ্যোক্তাদের অভিন্দন জানান এফবিসিসিআই সভাপতি। একইসঙ্গে এ ধরনের উদ্যোগ গ্রহণে সরকারকেও ধন্যবাদ দেন তিনি।

তিনি আরও বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আইটি পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন এবং এসব অঞ্চলে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগে সরকারের বিশেষ সাফল্য রয়েছে। দেশের জিডিবি প্রবৃদ্ধি আরও বাড়াতে বেশি বেশি সরকারি ও বেসরকারি বিনিয়োগ করে কর্মসংস্থান বাড়াতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭ )