গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সুকুমার মণ্ডলের বাড়িতে সশস্ত্র একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ পৌরসভার নগর রায়েরপাড়া মহল্লায়।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুকুমার মন্ডল গোয়ালন্দ উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে তিনি তার পরিবার পরিজন নিয়ে পৌরসভার নগর রায়েরপাড়া মহল্লার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ওই দিন রাত তিন টার দিকে মুখোশপড়া ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত সুকুমার মন্ডলের বাড়িতে হঠাৎ হানা দেয়। এসময় ডাকাতদল প্রথমে অস্ত্রের মুখে ওই বাড়ির লোকজনকে জিম্মি করে। সঙ্গে সঙ্গে তারা নারী শিশুসহ বাড়ির সকলকে দঁড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে চারটি বসতঘরের আসবাবপত্র তছনছ করে নগদ তিন হাজার টাকা, ছয় ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোনসেট লুটে নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের আর্তচিৎকারে এলাকার লোকজন দ্রুত এগিয়ে আসে। এসময় সুকুমার মন্ডলসহ তার পরিবারের লোকজনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে সুকুমার মন্ডল নিজে বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা করেছেন।
গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক এটিএম রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।’
(জিসিপি/এএস/জুন ১৭, ২০১৪)