বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ও পৌরসভায় জাতীয় শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

শ্রমিক নেতা আলমগীর হোসেন বাদশাকে সভাপতি ও মো: জালাল তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট মোড়েলগঞ্জ উপজেলা কমিটি এবং শ্রমিক নেতা মো: আবুল কালাম খানকে সভাপতি ও মো: দুলাল শেখকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট মোড়েলগঞ্জ পৌর শ্রমিকলীগের কমিটি নির্বাচিত করা হয়।

মোড়েলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসষ্ট্যান্ডে শ্রমিক নেতা আলমগীর হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটি সভাপতি ডা. মোজাম্মেল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা শ্রমিকলীগের আহ্বায়ক রেজাউর রহমান মন্টু। সম্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেন।








(এসএকে/এস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)