টাঙ্গাইল প্রতিনিধি : আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপি একুশ উৎসব আয়োজন করেছে আবাহন সাহিত্য পরিষদ। সোমবার সকালে উপজেলার ডাকবাংলো চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার।

চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, শিক্ষক সমিতির সভাপতি সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, নাট্যজন আলী আহসান প্রমুখ। তিন দিনব্যাপি এ উৎসবে টাঙ্গাইলের বিভিন্ন কবিদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)