স্পোর্টস ডেস্ক: বরাবরের মত এবারও অবিক্রিত রয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। এনামুল হক বিজয়, মাহামুদুল্লাহ, সাব্বির, মিরাজ, তাসকিন, তামিম কাউকেও কোন দল নিতে আগ্রহ প্রকাশ করেনি। তাদের প্রত্যেকের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। বাংলাদেশিরা যেখানে অবহেলিত সেখানে আফগানিস্তানের দুই জন খেলোয়াড়কে দলে নিয়েছে হায়দ্রাবাদ। মোস্তাফিজের সতীর্থ হিসাবে দেখা যাবে এইবারের আইপিলে।

১৪ কোটি রুপিতে পুনেতে নাম লিখিয়েছে বেন স্টের্কস। ওকস ও বোল্টকে দলে নিয়েছে কলকাতা টিম। মুম্বাই ইন্ডিয়ানস দলে নিয়েছে ফাস্ট বোলার জনসনকে।

ভারতীয় স্থানীয় ক্রিকেটার আনিকেত চৌধুরীকে ২ কোটি রুপিতে কিনেছে ব্যাঙ্গালুরু। আর তামিল নাড়ুর ফাস্ট বোলার টি নাতারঞ্জনকে ৩ কোটি রুপিতে পেয়েছে সাকিবের কলকাতা।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে গুজরাট লায়ন্স ৫০ লাখ রুপিতে নাথু সিংকে দলে ভিড়িয়েছে। পরে একই দল বাসিল থাম্পিকে ৮৫ লাখ রুপিতে নেয়। গতবার পুনেতে খেলা স্পিনার মুরুগান অশ্বিনকে ১ কোটি রুপিতে কিনেছে দিল্লি।

(ওএস/এসএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)