আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিমান দুর্ঘটনায় পাইলট-সহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উড্ডয়নরত বিমান আগুন লেগে শহরের একটি শপিং মলের উপর আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

 

ভিক্টোরিয়া প্রদেশের এসেনডন বিমানবন্দর থেকে পাইলট-সহ মোট পাঁচজনকে নিয়ে আকাশে উড়েছিল চার্টার্ড বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় সকাল নয়টা নাগাদ ভেঙে পড়ে ওই বিমান। ঘটনাস্থলে‘ই পাইলট-সহ পাঁচ যাত্রীরই মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইঞ্জিনে আচমকা কোনও সমস্যা দেখা দেওয়াতেই ভেঙে পড়েছে বিমানটি।

এই দুর্ঘটনার আঁচ থেকে রক্ষা পায়নি আশেপাশের বাড়িগুলোও। প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশের বাড়িগুলোর। অস্ট্রেলিয়ায় গত তিন দশকে সবচেয়ে ভয়াবহ আকাশ দুর্ঘটনা এটাই, দাবি ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজের। চলছে উদ্ধারকাজ।

শপিং মলের উপরে বিমানটি ভেঙে পড়ার পরেই বিস্ফোরণে প্রায় একশো ফুট উঁচু আগুনের গোলা দেখা যায়। শপিং মলের পিছনের দিকে একটি গুদামের উপরে ভেঙে পড়ে বিমানটি। যে সময়ে এই দুর্ঘটনা ঘটে, তখন শপিং মলটি বন্ধ থাকায় সেখানে কেউ ছিলেন না। কেন এই বিমানটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

(ওএস/এসএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)