আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে এমনিতেই ভয়ে আছে পুরো বিশ্ব। তার একের পর এক পদক্ষেপে কোন না কোন দেশের ক্ষতি হচ্ছে। আবার কোন পদক্ষেপকে নিয়ে শুরু হয় নানা ধরনের সমালোচনা।

বিতর্ক উস্কে দিয়েছেন খোদ প্রেসিডেন্ট। ঘোলা জলে নামার আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জেমস মাতিস তাই গোড়াতেই বলে দিলেন, ‘‘ইরাকের তেলসম্পদ কব্জা করা আমাদের লক্ষ্য নয়।’’ আজই বাগদাদে পা রাখছেন জেনারেল মাতিস। পেন্টাগন-প্রধান হওয়ার পরে এই প্রথম।

ঘুরে-ফিরে ট্রাম্পের দিকেই আঙুল তুলছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ। ক্ষমতায় এলে ইরাকের সব তেলের খনি কব্জা করবেন বলে হুমকি দিয়েছিলেন ভোটের প্রচারে। গত মাসে সিআইএ-র এক সভায় ফের সেই প্রসঙ্গ তুলেই ট্রাম্প বলেন, ‘‘২০০৩-এ যুদ্ধই যখন করলাম, তখন ইরাকের তেলে হাত দিলাম না কেন? এই বিপুল তেলসম্পদ থেকেই অর্থের জোগান আসে আইএস-এর। তখনই এর দখল নিলে হয়তো আইএসের জন্মই হতো না। আমাদের তাই ফের একটা সুযোগ নিতেই হবে।’’

(ওএস/এসএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)