নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে ব্যানার, ফেস্টুন ও রক্তিম পতাকা হাতে  শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকালে সংগঠনের ঢাকা মহানগরীর দক্ষিন শাখার আয়োজনে শোভাযাত্রাটি রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন থেকে শুরু হয়ে জুরাইন মোরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাহিন আহমদে খান বলেন, বাঙালি একমাত্র জাতি যারা জীবন দিয়ে মাতৃভাষা কিনেছে। অথচ আজ ভীনদেশী সংস্কৃতির কবলে পড়ে হুমকির মুখে সেই ভাষা। তাই রক্তে কেনা ভাষা রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

ভাষা সৈনিকদের যথাযথ মূল্যায়নের দাবি তুলে শিবিরের এই নেতা বলেন, বাংলা ভাষাকে রক্ষা করতে হলে শুধু একদিনের র্কমসূচি পালন করলে হবে না। সব সময় স্বরণ করতে হবে ভাষা শহীদদের এবং ভাষার যথাযথ ব্যবহার করতে হবে। যে সকল ভাষা সৈনিক বেঁচে আছেন তাদের যথাযথমর্যাদা দিতে হবে।

শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমেদ খানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন, শাখা সভাপতি শফিউল আলম, সেক্রেটারি তোফাজ্জল হোসেন হেলালী প্রমুখ।


তথ্য সূত্রঃ বিজ্ঞপ্তি

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)