মাগুরা প্রতিনিধি: মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

রাত ১২ টা ১ মিনিটে প্রথমে পুষ্পর্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান। এর পর শহীদ বেদীতে পুষ্পর্ঘ নিবেদন করেন পুলিশ সুপার মুনিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সাহাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।

এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা পৌরসভা,স্বাস্থ্য বিভাগ, এলজিইডি সদর উপজেলা পরিষদ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সহযোগি সংগঠন, প্রেস ক্লাব, সরকারী মহিলা কলেজ, আদর্শ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সন্মান জানান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)