আবু নাসের হুসাইন, সালথা : সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রভাত ফেরীর মধ্যেদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর উপজেলা পরিষদে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ ও প্রসাশন, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রসাশন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ  সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান সমুহ।

শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি এম.কিউ হোসাইন বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল, রংরায়েরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়াদ নাজমুল হোসেন লিটু প্রমুখ।

এছাড়াও উপজেলার সালথা সরকারি কলেজ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ এবং সাড়–কদিয়া, জয়ঝাপ, যোগাড়দিয়া, ইউসুফদিয়া, মাঝারদিয়া, গট্টি, যদুনন্দী স্কুলসহ সকল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এ দিনটি পালন করার খবর পাওয়া গেছে।

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)