কুমিল্লা প্রতিনিধি : ‘কারিগরী শিক্ষা নিলে বিশ্বের সব জায়গায় কর্ম মিলে’ এই শ্লোগানের মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ফিতা কেটে র‌্যালির উদ্বোধন করেন অধ্যক্ষ আফজল খান এডভোকেট। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

পরে সার্ভেইনস্টিটিউট প্রাঙ্গনে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষার বিকল্প নেই শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া শিক্ষা সপ্তাহ চলবে আগামী ২৪ জুন পযন্ত।
(এইচকেজে/এএস/জুন ১৭, ২০১৪)