দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি,জালাল উদ্দিন তালুকদার ফাউন্ডেশন, জালাল হত্যার প্রতিবাদ পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ দুর্গাপুর শাখা, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

রাত ১২.০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও সকল পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ, বিভিন্ন মসজিদ/মন্দির/গীর্জায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে নিজ নিজ কর্মসূচী পালন করেছে। মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৩দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, পৌর মেয়র হাজী আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক প্রমুখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত ‘‘আমার ভাষা-আমার অহংকার’’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)