দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুর  উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তলোণ,বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার পরিচিতি।

স্থানীয় নৃ-তাত্ত্বিক অডিটরিয়ামে ‘‘ভাষার গুরুত্ব,ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা’’ সভায় বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম এর সঞ্চালনায় বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি ডাঃ দুলাল পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। প্রধান আলোচক বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি ড. শওকত আকবর ফকির, বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক স্বপন হাজং, উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মোঃ আঃ হালীম তালুকদার প্রমুখ।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)