নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সকালে উপজেলা ক্যাম্পাস থেকে প্রভাত ফেরি বের করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রভাত ফেরিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহী, সহকারি কমিশনার (ভ’মি) পুলক কান্তি চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ।

(আরকেএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)