স্টাফ রিপোর্টার : ব্লগার রাজিব হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রেজওয়ানুল আজাদ রানার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রানার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, উত্তরা-পশ্চিম থানার পুলিশ রানাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে দুই সহযোগীসহ রানাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজিব হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন রানা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর ব্লগার রাজিব হত্যা মামলায় রানা ছাড়াও ফয়সাল বিন নাইমকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ।

রায়ে আসামি মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ড, এহসান রেজা রুম্মান, নাইম শিকদার ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে, সাদমান ইয়ানির মাহমুদকে তিন বছর এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

এ ঘটনায় তার বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)