দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দির গৌরীপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ সকাল সাড়ে দশটায়।

উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারের আল ফাতাহ ইসলামি একাডেমি প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় একাডেমির অধ্যক্ষ মোঃ শাহআলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক রোটারিয়ান অধ্যাপক নুরুল গনি। প্রধান আলোচক ছিলেন, বি.কে.এ কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ বশিরউল্লাহ. তিতাস বিদ্যুৎ কেন্দ্রের ইলেক্ট্রিক্যাল ইঞ্জি. মোস্তফা ফারুক ভুঁইয়া, বি.কে.এ কুমিল্লা (প.) জেলা শাখার সভাপতি মাও. আবু ইউসুফ মুন্সী, আল ফাতাহ ইসলামি একাডেমীর সভাপতি এম. শরীফুজ্জামান জসিম, সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিক মলীনা আক্তার মিলি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী উন্নয়ন কর্মী রোজিনা আক্তার, আল ফাতাহ ইসলামি একাডেমীর পরিচালক ইঞ্জি. মোঃ জাকির হোসেন নোমান, আবুল খায়ের, মোঃ হরুন-অর রশিদ, মোঃ নাছির উদ্দিন মানিক ভুঁইয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ সাইফুল ইসলাম স্বপন, সমাজসেবী মাহবুবুর রহমান লিটন, মোসাঃ শিল্পী আক্তার, মোঃ রাজিব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আমিনুল ইসলাম ও মাও. মোঃ খালেদ কাউসার। আলোচনা পর্ব শেষে আল-ফাতাহ্ ইসলামি একাডেমির শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিগণ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

(এএকে/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)