মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার সদর ও পল্লীতে  মঙ্গলবার পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত আবু হানিফ, আব্দুল করিম, মোঃ আব্দুল, আব্দুর রহিম ও কামাল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত আব্দুল মোমেন,আব্দুল রাহিম, রেজাউল, কদম রসূল কে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ত্রিপন গ্রামের আব্দুর রহিমকে মেওয়াতলী গ্রামের পাশের্^র রাস্তায় মারপিট করলে এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে জয় বাংলা বাজারে আব্দুর রহিমের গ্রুপের সংঙ্গে কাতলা গ্রামের পুতুল মেম্বারের গ্রুপের সংঘর্ষ ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপর দিকে মঙ্গলবার বিকালে মদন বাজারে পূর্ব শত্রুতার জের ধরে মদন ইউপি চেয়ারম্যান বদুরুজ্জামান শেখ মানিকের ভাড়া রিপনের বাসা ছেড়ে দিতে বললে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের ভাই রতন রড দিয়ে রিপনের মামাতো ভাই মুরাদ কে মাথায় আঘাত করে। তাকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মদন থানার এসআই মারফুুজ্জামান জানান, গতকালের ঘটনার জের ধরেই দুই স্থানেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)