সাতক্ষীরা প্রতিনিধি : চলন্ত ট্রলির সিট ভেঙে খাদে পড়ে যাওয়ায় চালক ভাইপোর মৃত্যুর খবর পেয়ে স্কুল শিক্ষক চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের কওছার আলীর ছেলে ট্রলিচালক আব্দুল মাজেদ ও একই গ্রামের মাছখোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আব্দুল মাজেদ ট্রলি চালিয়ে মাছখোলা ইটভাটায় যাচ্ছিল। ভাটার কাছাকাছি চলে আসার পর ট্রলির সিট ভেঙে তিনি নীচে পড়ে যান। এসময় ট্রলিটি তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্বজনরা জানান, ভাইপো মাজেদের দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে যান চাচা আতাউর রহমান। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে হাসপাতালের পথে রওনা হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণ পর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা চাচা ও ভাইপোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)