দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূূচিসহ নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. মৌসুমী আফরিদা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা, অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ শাফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি সাদেকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক প্রমুখ।

এদিকে উপজেলা প্রশাসন আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এসিজি/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)