চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ এই মূলমন্ত্র সংগে নিয়ে চলনবিল খেলাঘর আসরের আয়োজনে সোমবার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়ায় ভাষা সৈনিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুমারগাড়া একটি লিচু বাগানে সাজানো হয়েছিলো মঞ্চ। গাছে গাছে ঝুলছিলো বিভিন্ন রঙের সিট কাপড়ের নিশান। মাটিতেই পর্দা বিছিয়ে বসার স্থান ও মঞ্চ তৈরী করা হয়েছিলো। ব্যতিক্রমী আয়োজনে গ্রামের আবাল বৃদ্ধ, শিশু কিশোরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভরে উঠে। গ্রামের মধ্যে এমন অনুষ্ঠান বিরল।

আসরের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাষা সৈনিক অ্যাডভোকেট গৌড় চন্দ্র সরকারকে সংবর্ধনা দেওয়া হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন দিল আফরোজ ডলি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাঘর আসরের জেলা সভাপতি হাসানুজ্জামান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য এনামুল ইসলাম জিন্নাহ, আটঘরিয়া খেলাঘরের উপদেষ্টা আব্দুল কাদের, বড়াল রক্ষা কমিটির সচিব মিজানুর রহমান, ডা: অঞ্জন ভট্টাচার্য্য, সাংবাদিক শামীম হাসান মিলন প্রমূখ। পরে শিশু-কিশোরদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের নৃত্য, গান, আবৃত্তি, নাটক পরিবেশিত হয়। ব্যতিক্রমি আয়োজনে গ্রামের শিশু-কিশোর নারী-পুরুষ সমাগম ঘটে।

সবশেষে মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও দিল আফরোজ ডলিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট চলনবিল খেলাঘর আসরের কমিটি গঠন করা হয়।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)