ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও, ভেলাজানে অবস্থিত একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র।

মঙ্গলবার সকাল ১১ টায় প্রতিবন্ধী শিশুরা নিজেদের তৈরি বানানো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেl

এ সময় উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম পরিচালক পরিবার পরিকল্পান অধিদপ্তর ঠাকুরগাঁও, নুরুল ইসলাম চেয়ারম্যান ০৯ নং রায়পুর ইউ,পি ও সভাপতি একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র, হাসিনুর রহমান সাধারণ সম্পাদক জেলা প্রেসক্লাব ঠাকুরগাঁওl

প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে চীর স্মরণীর করে রাখার জন্য তারা নিজ উদ্যোগে বাঁশ ও রঙ্গীন কাগজের তৈরি শহীদ মীনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়l

পরিচালক আমিরুল ইসলাম বলেন, আমার নিজ অর্থায়নে এই প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা সম্ভব হয়নি। তাই আমি আমার সাধ্যমত করে বাঁশের একটি মিনার তৈরি করেছি প্রতিবন্ধী শিশুদের জন্য। সরকার যদি আমার এই স্কুলের শিশুদের দিকে একটু বিশেষ নজর দিয়ে একটি শহীদ মিনার তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিত, তাহলে প্রতি বছর ছাত্র-ছাত্রীরা মাতৃভাষা দিবসের কার্যক্রম সর্ম্পূণ করতে পারতো।

(এফআইআর/এএস/ফেব্রুয়ারি ২১, ২০১৭)