টাঙ্গাইল প্রতিনিধি : রুপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে  প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন ও সরকারের গৃহিত উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে খোজ খবর নিতে টাঙ্গাইল জেলার প্রশাসনিক কর্মকর্তা ও সরকারী ভাতা সুবিধাপ্রাপ্ত জনগনের সাথে তথ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স আজ বৃহস্পতিবার  সকালে অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রনালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুরুর রহমান ও উপ-সচিব মুশতাক জহির।

টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব হোসন, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মখলেসুর রহমানসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও সরকারী ভাতা সুবিধাপ্রাপ্ত জনগন উপস্থিত ছিলেন।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)