মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার বাসস্ট্যান্ড থেকে বুধবার রাতে ৫’শ কেজি জাটকা ও ১টি পিকাপ জব্দ করেছে পুলিশ। পরে আটক ২ জনকে বৃহস্পতিবার সকালে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শফিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় মাদারীপুর মডেল থানা পুলিশ।

এ সময় প্রায় ৫’শ কেজি ঝাটকা ও ১টি পিকাপ জব্দ করা হয়। পরে কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকার লোকমান সরদারের ছেলে জসিম সরদার (৪০) ও একই গ্রামের এসকেন্দার বেপারীর ছেলে বেলায়েত বেপারীকে (৩২) আটক করে প্রত্যেক এক বছর করে মৎস আইনে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় দান ও দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)