টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ শনিবার দুপুর ১২টার দিকেঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি সদর উপজেলার করটিয়া এলাকায়। নিহতরা হলেন, মা সাফিয়া আক্তার (২১) ও ছেলে সাখাওয়াত (১)।

এলেঙ্গা ফাড়ির এস আই শাহ আলম জানান, হতাহতরা সিএনজি চালিত অটোরিক্সা যোগে টাঙ্গাইল থেকে করটিয়া যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী তেলভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা সাফিয়া আক্তার (২১) ও ছেলে শিশু সাখাওয়াত (১) নিহত হয়। এ ঘটনায় আহত ৪জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে নিহত সাথীর স্বামী রাজীবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ঘাতক ট্রাক ও চালক সোহাগকে আটক করেছেন।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)